প্রধানমন্ত্রীর অনুদান পেলেন তাঁরা চারজন

  08-11-2018 04:40PM

পিএনএস ডেস্ক :প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার শিল্পীকে অনুদান দিলেন। এর মধ্যে তিনজন চলচ্চিত্র অভিনয় শিল্পী, বাকিজন কণ্ঠশিল্পী। ২৫ লক্ষ টাকা করে অনুদান পেলেন ক্যান্সার আক্রান্ত অভিনেত্রী রেহানা জলি। গুণী অভিনেতা প্রবীর মিত্রকেও ২৫ লক্ষ টাকা অনুদান দেয়া হয়েছে। অন্যদিকে, ২০ লক্ষ টাকা করে অনুদান দেয়া হয়েছে অভিনেত্রী নূতন ও কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতিকে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকাল ১০ টার দিকে গণভবনে তাঁদের হাতে অনুদান তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী।

অনুদান প্রাপ্তির পর প্রবীর মিত্র বলেন, ‘ভিড়ের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ ছিলো না। তবে সঞ্চয় পত্র হাতে তুলে দেয়ার সময় তিনি আমাকে বলেছেন, যে টাকা প্রতি মাসে আপনি পাবেন সেটা দিয়ে খুব ভালো চিকিৎসা হয়ে যাবে।’

ক্যান্সারাক্রান্ত অভিনেত্রী রেহানা জলি প্রধানমন্ত্রীর অনুদান পেয়ে বলেন, ‘আমার জীবনে সবচেয়ে বড় উপকারটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই করলেন। কারণ অর্থাভাবে আমার চিকিৎসাইতো বন্ধ হয়ে গিয়েছিলো। এখন আবার প্রধানমন্ত্রীর কল্যাণে চিকিৎসা শুরু করতে পারবো। সুস্থ হয়ে কাজে ফিরতে পারবো।’

উল্লেখ্য, এর আগে চিকিৎসা সহায়তায় বহু অসহায় শিল্পীকে অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন