বিএনপির মনোনয়নপত্র কিনছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

  12-11-2018 04:05PM

পিএনএস ডেস্ক : মিষ্টি কণ্ঠের গান দিয়ে জয় করেছেন অগণিত শ্রোতার মন। কালের সীমানা পেরিয়ে হয়েছেন একাধিক প্রজন্মের প্রিয় শিল্পী। তিনি বরেণ্য কণ্ঠশিল্পী কনকচাঁপা।

গানের ভুবন থেকে এবার তিনি পা রাখছেন রাজনীতির ময়দানে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে লড়তে চান কনকচাঁপা। এজন্য তিনি ধানের শীষ থেকে মনোনয়নপত্র কিনছেন। সোমবার বিকালে বিএনপির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি।

কনকচাঁপা জানান, তিনি সিরাজগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করতে চান। বিএনপির উপর মহল থেকে গ্রিন সিগন্যাল পেলে তাকে ধানের শীষ মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে। রাজনীতির মাঠে থেকে জনগণের সেবা করতেচান এই গায়িকা।

নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হলে এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছিলো বিএনপি। তবে তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তাই সোমবার সকাল থেকেই বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। প্রথম মনোনয়নপত্রটি ফেনী-১ আসন থেকে কারাবন্দি খালেদা জিয়ার পক্ষে সংগ্রহ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন