রাত আটটায় পুলিশ হয়ে আসছে পরী!

  13-12-2018 07:01PM

পিএনএস ডেস্ক : ঢাকাই ছবির মিষ্টি মেয়ে পরীমনি। সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শক মনে শক্তপোক্ত আসন গড়ে নিয়েছেন। এই উর্বশী এবার অভিনয় করেছেন ‘প্রীতি’ নামের একটি ওয়েব ফিল্মে। ৯ ডিসেম্বর মুক্তি পাওয়া টিজারে মাত্র কয়েক সেকেন্ডেই দর্শক মনে দোলা দিয়ে গেছেন তিনি।

এবার ‘প্রীতি’র জন্য অপেক্ষার অবসান হতে চলেছে। আজ বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাত আটটায় বায়োস্কোপ অরিজিনালসে অবমুক্ত হচ্ছে ‘প্রীতি’।

থ্রিলারধর্মী গল্পের ‘প্রীতি’র দৈর্ঘ্য ৩৭ মিনিট।

পরীমনি বলেন, ‘প্রীতি’ চলচ্চিত্রের গল্পে রয়েছে রহস্যঘেরা এক রোমাঞ্চকর কাহিনি। এতে আমি অভিনয় করেছি প্রীতি নামের একজন ক্রাইম রিপোর্টারের ভূমিকায়। যে একদিন এক হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে। এই চরিত্রটির মধ্যে বেশ কয়েকটি শেড আছে।’

গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘প্রীতি একজন ক্রাইম রিপোর্টার। কিন্তু সমাজের অনেক অপরাধের ঘটনা সে প্রকাশ করতে পারে না। কারণ, সে মেয়ে। কিন্তু প্রীতি হাল ছাড়ে না। দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যায় সে।’

শাহরিয়ার শাকিল প্রযোজনায় ছবিতে আরও অভিনয় করেছেন শ্যামল মাওলা, সূচনা আজাদ, শহীদুল আলম সাচ্চু, রহমত আলী, মোমেনা চৌধুরী, সুজাত শিমুল, কালিন্দী কণা, আমিরুল ইসলাম প্রমুখ।

প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘ওয়েব ফিল্ম বানানোয় আগ্রহী হওয়ার কারণ হলো, প্রথমত কাজে একটা স্বাধীনতা আছে। দ্বিতীয়ত, গল্পটাকে নিজের মতো করে সুবিধাজনকভাবে সাজানো যায়। তৃতীয়ত, এখনকার সময়ের পরিচালক ও শিল্পীদের ওয়েব কনটেন্টের প্রতি যে ঝোঁক বেড়েছে। সব মিলিয়ে অনেক বৈচিত্র্যপূর্ণ কাজ করা যায়।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন