এবার আটকে গেল ফারুকীর ‘শনিবার বিকেল’

  16-01-2019 10:54PM

পিএনএস ডেস্ক : মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমাটি ছবিটি এখনই ছাড়পত্র পাচ্ছে না। স্থগিত করা হয়েছে সেন্সর বোর্ডের পুরনো সিদ্ধান্ত।

অভিযোগ উঠেছে ছবিটি ২০১৬ সালে ঢাকার হলি আর্টিজানে ঘটা সন্ত্রাসী হামলার ছায়া ধরে নির্মিত হয়েছে। তবে বিষয়টি ফারুকী সরাসরি শিকার করেননি।
সেন্সর বোর্ডের জ্যেষ্ঠ সদস্য মুশফিকুর রহমান গুলজার বলেন, ছবিটির বিষয়বস্তুর সঙ্গে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত। তাই বাড়তি সতর্কতার জন্য এটির ছাড়পত্র স্থগিত করা হয়েছে।

মোস্তফা সরয়ার ফারুকীর নতুন এ ছবিতে অভিনয় করেছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি, নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, নাট্যজন মামুনুর রশীদ ও কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল, আরও আছেন ভারতের শ্যাম সুন্দর দে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে ঢাকার গুলশান হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলায় ৯ ইতালীয়, ৭ জাপানি, ১ ভারতীয় ও ২ বাংলাদেশি নাগরিক নিহত হন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন