স্বাধীনতা দিবসে ছোটপর্দার আয়োজন

  26-03-2019 02:17PM

পিএনএস ডেস্ক :এইতো প্রেম: এটিএন বাংলায় সকাল ১০টা ৩০ মিনিটে প্রচার করা হবে বাংলা ছায়াছবি ‘এইতো প্রেম’। সোহেল আরমান পরিচালিত এই ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান, বিন্দুসহ অনেকে।

গেরিলা
চ্যানেল আইয়ে আজ বিকাল ৩টা ৫ মিনিটে প্রচার করা হবে মুক্তিযুদ্ধের ছবি ‘গেরিলা’। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নাসির উদ্দীন ইউসুফ। অভিনয়ে জয়া আহসান, ফেরদৌস আহমেদ, শতাব্দী ওয়াদুদ,
এটিএম শামসুজ্জামান, শম্পা রেজা প্রমুখ

যুদ্ধ দিনের প্রেম
মাসুম শাহরিয়ারের রচনা ও সাইদুর রহমান রাসেলের পরিচালনায় বিশেষ নাটক ‘যুদ্ধ দিনের প্রেম’ বাংলাভিশনে আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচার করা হবে। নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, শবনম ফারিয়া, মিলি বাশার, মাসুম বাশার, নিকুল কুমার মÐল প্রমুখ

হাঙর নদী গ্রেনেড
বৈশাখী টিভিতে আজ দুপুর ২টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘হাঙর নদী গ্রেনেড’। অভিনয়ে সোহেল রানা, সুচরিতা, দোদুল, রাজীব, নাসির খান, এটিএম শামসুজ্জামান প্রমুখ

উত্তাল মার্চ
রাশেদা আক্তার লাজুকের রচনা ও পরিচালনায় বিশেষ নাটক ‘উত্তাল মার্চ’। আজ রাত ৮টা ১৫ মিনিটে বাংলাভিশনে প্রচার করা হবে। নাটকে অভিনয় করেছেন সজল, তানিয়া বৃষ্টি, পায়েল, নিরব, দিলারা জামান, নিমা রহমান প্রমুখ

আরজ আলী ডাকাত
আসাদুজ্জামান সোহাগের রচনা ও বর্ণনাথের পরিচালনায় ‘আরজ আলী ডাকাত’ নাটকটিতে অভিনয় করেছেন গাজী রাকায়েত, ফারজানা ছবিসহ অনেকে। আজ রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে এটি প্রচার হবে


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন