এটিএম শামসুজ্জামান আমার বাবা: পপি

  20-05-2019 03:53PM

পিএনএস ডেস্ক : বরেণ্য অভিনয় শিল্পী এটিএম শামসুজ্জামানকে 'বাবা' বলে সম্বোধন করেছেন চিত্রনায়িকা পপি।

অসুস্থ অভিনেতাকে হাসপাতালে দেখতে যান পপি। এরপর তিনি দুজনের ছবি দেন ফেসবুকে। লেখেন এক আবেগঘন স্ট্যাটাসও।

পপি লেখেন, 'শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান শুধু ভালো একজন অভিনেতা নন, তিনি একজন শিক্ষক, আমার গুরুজন, আমার বাবা, এ ছাড়াও আমার ভালোবাসার একজন প্রিয় মানুষ। তার হাসি আমার কাছে হাজার কোটি টাকার চেয়ে অনেক বেশি দামি। আমি অনেক লাকি তিনি বাবা হিসাবে সবসময় আমার পাশে থেকেছেন। আর আমার সকল প্রাপ্তি ও ভালো কাজে খুশি হয়েছে এবং অনুপ্রেরণা দিয়েছেন। এজন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ'।

২৬ এপ্রিল শুক্রবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।

শনিবার দুপুরে তার একটি অস্ত্রোপচার হয়েছে। তবে শারীরিক অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন এ অভিনেতার ছোট ভাই সালেহ জামান।

রাজধানীর আজগর আলী হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন।

তার সঙ্গে দেখা করে পপি আরো লেখেন, 'তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমরা তাকে এই অবস্থায় আর দেখতে চাই না, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন'।

'সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। আমার বাবার পাশে থাকার জন্য ধন্যবাদ মমতাময়ী প্রধানমন্ত্রীকে। তিনি সবসময় শিল্পীদের ভালোবাসেন ও পাশে থাকেন। তার প্রতি অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা'।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন