জাতীয় শিশুপার্ক-জাদুঘর বন্ধ, ভিড় বেড়েছে চিড়িয়াখানায়

  06-06-2019 03:27PM

পিএনএস ডেস্ক : ঈদ আসলেই উৎসবমুখর হয়ে ওঠে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। তবে এবার জাতীয় শিশুপার্ক বন্ধ রয়েছে। অন্যদিকে জাতীয় জাদুঘরও আজ সাপ্তাহিক বন্ধ। তাই দর্শনার্থীদের ভিড় অনেকটাই বেড়েছে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়।

জানা যায়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় শাহবাগ শিশু পার্কের উন্নয়ন ও আধুনিকায়নের কাজ শুরু হওয়ায় বর্তমানে পার্কের সব কার্যক্রম বন্ধ রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ কারণে চলতি বছরের প্রথম দিন থেকে অর্থাৎ পাঁচমাসেরও বেশি সময় ধরে শিশুপার্ক বন্ধ।

এদিকে ঈদুল ফিতরের পরের দিন বিপুল সংখ্যক দর্শনার্থী জাতীয় জাদুঘরে ভিড় করেন। কিন্তু বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ থাকায় বাধ্য হয়ে অনেকে ফিরে যাচ্ছেন। অনেকেই যাচ্ছেন জাতীয় চিড়িয়াখানায়।

এদিকে ঈদের দিনে বৃষ্টির থাকায় চিড়িয়াখানায় দর্শনার্থী কম থাকলেও, সে তুলনায় ঈদের পরদিন আজ সকাল থেকেই মানুষের চাপ বেড়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন