না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী জনি ক্লেগ

  18-07-2019 01:22AM

পিএনএস ডেস্ক :আফ্রিকার ঐতিহ্যবাহী ‘জুলু’ গানের জন্য বিখ্যাত কিংবদন্তি সংগীত শিল্পী জনি ক্লেগ মারা গেছেন।

ক্যানসারের সঙ্গে সাড়ে চার বছর যুদ্ধের পর গত মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং করপোরেশনকে নিশ্চিত করেছেন জনি ক্লেগ এর ব্যবস্থাপক রোডি কুইন।

এক বিবৃতিতে কুইন বলেন, খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, জনি ক্লেগ আর নেই। অগ্ন্যাশয়ের ক্যানসারে দীর্ঘদিন ভোগার পর ১৬ জুলাই ২০১৯ বিকেলে জোহানেসবার্গের বাসভবনে পরিবারের উপস্থিতিতে তিনি মারা যান।

এদিকে জনি ক্লেগের মৃত্যুতে শোক নেমে এসেছে দক্ষিণ আফ্রিকায়।

জনি ক্লেগ সুপরিচিত ছিলেন ‘সাদা জুলু’ নামে। নিজের ভাষা, সংস্কৃতি, জুলু নাচকে বিশ্বদরবারে পৌঁছে দিয়েছিলেন জনি। ২০১৫ সালে তার ক্যানসার ধরা পড়ে। এর পরেও বিশ্বজুড়ে ভ্রমণ আর কনসার্ট করে বেরিয়েছেন এ সংগীত তারকা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন