মোদি সরকারের সমালোচনায় মুখর পাকিস্তানি শিল্পীরা

  06-08-2019 09:36AM


পিএনএস ডেস্ক: ৩৭০ ধারা রদের মাধ্যমে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমালোচনা করেছেন পাকিস্তানি অভিনয়শিল্পীরা। পাকিস্তানি অভিনেতা শান শাহিদ মোদীর গঙ্গাস্নানের একটি ছবি পোস্ট করে টুইটারে লেখেন, গঙ্গায় স্নান করলেই কাশ্মীরে নিহত শহিদদের রক্ত ধুয়ে যাবে না।

পাকিস্তানি পরিচালক এবং অভিনেতা হামজা আলি আব্বাসি লিখেছেন, মোদি সরকারের এই একটি সিদ্ধান্ত কাশ্মীরের সমস্ত রাজনৈতিক দলকে ভারতের বিরুদ্ধে একত্রিত করেছে। পাকিস্তানের প্রতিটি মানুষ আজ বিক্ষুব্ধ। ভারত তার সমস্ত মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলেছে।

‘রইস’ সিনেমাখ্যাত পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান টুইটারে লিখেছেন, ভূস্বর্গ জ্বলছে। নিষ্পাপ মানুষ মারা যাচ্ছেন। আমি কাশ্মীরের সঙ্গে আছি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন