মোদীকে ‘জাতির পিতা’ বলে তোপের মুখে মুখ্যমন্ত্রীর স্ত্রী

  19-09-2019 11:30AM

পিএনএস ডেস্ক: ২০১৪ সালে ষোড়শ সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) নেতৃত্ব দিয়ে দেশটির পঞ্চদশ প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন নরেন্দ্র দামোদরদাস মোদী। একেবারেই অখ্যাত পরিবার থেকে উঠে আসা এক চা বিক্রেতার পুত্র মোদীর মোদী হয়ে উঠার পথটা মোটেই মসৃণ ছিল না। তবে চলতি বছর অনুষ্ঠিত সপ্তদশ সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে নিজেকে একজন চৌকশ ও দূরদর্শী রাজনীতিক হিসেবে বিশ্বমঞ্চে জাহির করেছেন মোদী।

গেল মঙ্গলবার ছিল ভারতের হিন্দু জাতীয়তাবাদী নেতা মোদীর ৬৯তম জন্মদিন। তার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দেশটির মহারাষ্ট্র প্রদেশের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাদনবিসের স্ত্রী আমরুতা ফাদনবিস।

জন্মদিনে টুইটারে শুভেচ্ছা জানাতে গিয়ে আমরুতা মোদীকে ‘ফাদার অব আওয়ার কান্ট্রি’ বলে সম্বোধন করে বসেন। এর পরই শুরু হয় বিতর্কের ঝড় ও তুমুল সমালোচনা।

টুইটারে মুখ্যমন্ত্রীর স্ত্রী আমরুতা লিখেন, ‘আমাদের দেশর পিতা নরেন্দ্র মোদীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা; যিনি সমাজের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করতে আমাদের প্রেরণা জোগান।’

সেই টুইটের সঙ্গে আমরুতা নিজের গাওয়া একটি গানের ভিডিও জুড়ে দেন।

এদিকে মোদীকে দেশের পিতা বলে টুইট করায় ভারত জুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ্যমন্ত্রীর স্ত্রীর ব্যাপক সমালোচনা হচ্ছে।

অনেকেই আমরুতাকে চোখে আঙুল দিয়ে স্মরণ করিয়ে দিচ্ছেন- মোদী নন, ভারতের জাতির পিতা হচ্ছেন মহাত্মা গান্ধী।

মুখ্যমন্ত্রীর স্ত্রীর এমন মুর্খামির কটূক্তিও করছেন অনেকে। কেউ কেউ তো বিষয়টিকে ‘সাংঘাতিক’ বলেও মন্তব্য করছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন