বিবাদের অবসান, ২০২১ সালে মুক্তি স্পাইডারম্যানের!

  28-09-2019 05:11PM

পিএনএস ডেস্ক: পুরনো তিক্ততা ভুলে ফের হাত মেলাল মার্ভেল স্টুডিও এবং সোনি পিকচার্স। সারা দুনিয়া জুড়ে অসংখ্য মার্ভেল ভক্তের কথা মাথায় রেখেই দুই সংস্থা আগামী স্পাইডার ম্যান ছবি একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।

সোনি পিকচার্স এন্টারটেনমেন্ট এবং দ্যা ওয়াল্ট ডিজনি স্টুডিয়ো একত্রে ঘোষণা করেছে মার্ভেস স্টুডিয়ো এবং তার বর্তমান প্রেসিডেন্ট কেভিন ফেইজ একসঙ্গে প্রযোজনা করবে স্পাইডার ম্যান সিরিজ।

টম হল্যান্ড অভিনীত এই ছবি মুক্তি পাওয়ার কথা ২০২১ সালের ১৬ জুলাই। এই ছবিতে বিনিয়োগ করবেন অ্য়ামি পাসকাল। এই প্রজেক্ট গতি পাওয়ায় নিজের আনন্দ জাহির করেছেন কেভিন ফেইজ। জানালেন, তিনি এবং মার্ভেল স্টুডিয়োর প্রত্যেকে ভীষণই এক্সসাইটেড এই ছবিটি নিয়ে।

প্রসঙ্গত, আগস্ট মাসে শোনা গিয়েছিল কিছু অভ্যন্তরীন সমস্যা তৈরি হওয়ায় পথ আলাদা হয়ে যাচ্ছে মার্ভেল স্টুডিও এবং সোনি পিকচার্সের। ভবিষ্যতে আর নাও হতে পারে কোনও স্পাইডার ম্যান ছবি।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন