সুতপা মণ্ডলকে নিয়ে যা বললেন কুমার বিশ্বজিৎ

  30-09-2019 04:46PM

পিএনএস ডেস্ক : সুতপা মণ্ডলকে যদি যত্ন নেওয়া হয় তাহলে ন্যান্সির পর আরও একটি কণ্ঠ পাবে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি।'

ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে আলোচনায় আসা সুতপা মণ্ডল সম্পর্কে এমনটি জানালেন কুমার বিশ্বজিৎ।

সাতক্ষীরার আশাশুনির মেয়ে সুতপা মণ্ডলের কয়েকটি গান ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ে। সুতপা মণ্ডলকে নিয়ে মেতে ওঠে দেশের সোশ্যাল মিডিয়া। কুমার বিশ্বজিৎ-এর সুরে ও কবির বকুলের লেখা গানে কণ্ঠ দিয়েছে সুতপা।

সুতপা সম্পর্কে কুমার বিশ্বজিৎ বলেন, 'মেয়েটি মাত্র সপ্তম শ্রেণিতে পড়ে অথচ তার গলা দারুণভাবে পরিপক্ক। সাতক্ষীরার যে গ্রামে থাকে সেখানে গান শেখার মতো উন্নত সুযোগ নেই। কিন্তু সে গলায় ধারণ করেছে বিস্ময়। এটাকে ঈশ্বর প্রদত্ত বলতে হবে। তার কণ্ঠ যদি পরিচর্যা করা হয় তাহলে মিউজিক ইন্ডাস্ট্রি একটি নতুন কণ্ঠ পাবে।'

কুমার বিশ্বজিৎ বলেন, 'আমার অনুরোধ সুতপা সম্ভাবনাময়ী তাকে নিয়ে যত্রতত্র গান শুরু করে দিলেই হবে না। তার সঠিক পরিচর্যা দরকার। শুধু বাণিজ্যিক চিন্তাভাবনা করলে সম্ভাবনা নষ্ট হয়ে যেতে পারে। ওর কণ্ঠ সম্পদ, এটার যথার্থ ব্যবহার করতে হবে ইন্ডাস্ট্রিকে। ওকে দিয়ে যদি বেশি অত্যাধুনিক গান গাওয়াতে যাই তাহলে তার সুক্ষ্ম কাজগুলো নষ্ট হয়ে যেতে পারে।'

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন