পূজায় কোয়েল হচ্ছেন 'মিতিন মাসি'

  03-10-2019 09:09AM


পিএনএস ডেস্ক: থ্রিলার বা গোয়েন্দা ছবিতে অরিন্দম শীলের দক্ষতা প্রমাণিত। আগে শবর দাশগুপ্ত ও ব্যোমকেশকে নিয়ে ছবি করার পর এবার তিনি হাজির মিতিন মাসিকে নিয়ে। সুচিত্রা ভট্টাচার্য্যের লেখা এই নারী গোয়েন্দাকে নিয়ে এটাই প্রথম ছবি। এখানে ‘মিতিন মাসি’ হয়েছেন কোয়েল মল্লিক। দীর্ঘ বিরতির পর একেবারেই অন্য রকম ছবিতে হাজির অভিনেত্রী।

এই চরিত্রে কোয়েলকে পেয়ে ভীষণ খুশি পরিচালক। অরিন্দম বলেন, ‘কোয়েলকে ছাড়া মিতিন মাসি করা মুশকিল ছিল। প্রত্যাশা অনুযায়ী সে এক শ শতাংশ দিয়েছে।’ ছবিতে প্রচুর অ্যাকশন দৃশ্য আছে, যেগুলোতে নিজের স্টান্ট নিজেই করেছেন অভিনেত্রী। ছবির জন্যই মার্শাল আর্ট শিখেছেন তিনি।

কোয়েল বলছেন, দারুণ বিষয়বস্তুর জন্যই তিনি এতটা সাহসী হয়েছেন, ‘মিতিন একজন স্বয়ংসম্পূর্ণ নারী। ঘরে-বাইরে সমানতালে সামলায়। রহস্যের পেছনে ধাওয়া থেকে শুরু করে বাড়ির কাজের লোকের খেয়াল করা, সন্তানের পড়া-খাওয়া দেখভাল, রান্না সবই সে করে। সমাজের নানা চাপেও সে দমে যায় না। সব মিলিয়ে এই চরিত্র দারুণ লেগেছে।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন