ভারতীয় ছবি প্রযোজনা করছেন আরিফ-বিজন

  25-11-2019 05:33PM

পিএনএস ডেস্ক : ‘মাটির প্রজার দেশে’ নির্মাণ করে দেশ-বিদেশে প্রশংসা পান প্রযোজক আরিফুর রহমান ও পরিচালক বিজন ইমতিয়াজ। কিছুদিন আগে তারা আফগানিস্তানের একটি ছবির সঙ্গে যুক্ত হন। এবার ভারতীয় সিনেমা রয়েছে পাইপলাইনে।

ভারতের গোয়ায় বর্তমানে চলছে দক্ষিণ এশিয়ার অন্যতম ও গুরুত্বপূর্ণ কো-প্রডাকশন মার্কেট ফিল্ম বাজার। সেখানে ‘একা’ নামের একটি ভারতীয় ছবির প্রকল্প স্থান করে নিয়েছে। যার সঙ্গে যুক্ত আছেন আরিফ-বিজন।

‘একা’ পরিচালনা করছেন ভারতীয় নির্মাতা সুমন সেন। তিনি নিজে থেকেই বাংলাদেশি দুই নির্মাতার সঙ্গে যোগাযোগ করেন। বিস্তারিত আলোচনার পর প্রযোজনার পাশাপাশি সহ-লেখক হিসেবে যোগ দেন বিজন।

এই বিষয়ে গণমাধ্যমকে আরিফ জানান, শুরুতে এর প্রধান চরিত্রের ভাবা হয় বলিউডের ইরফান খানকে। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ায় আদিল হোসেনের কাছে যাই প্রস্তাব। তিনি রাজিও হয়েছেন।

ছবিটিতে আরিফ-বিজনের গুপী বাঘা প্রডাকশনের সঙ্গে আরও রয়েছে ভারতীয় প্রযোজক আনু রাঙাচার ও ফ্রান্সের ডমিনিক ওয়েলিনস্কি।

পরপর আন্তর্জাতিক ছবির সঙ্গে যুক্ত হওয়া নিয়ে আরিফ জানান, এক দশকের মধ্যে এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে গুপী বাঘা প্রডাকশনকে দেখতে চান তারা।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন