এফডিসিতে ‘বিক্ষোভ’ চলছে শ্রাবন্তীকে নিয়ে

  18-01-2020 04:26PM

পিএনএস ডেস্ক:ওপার বাংলার দর্শকনন্দিত নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। কলকাতার পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয় এই নায়িকা। এরই মধ্যে দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত ‘‌শিকারী’, বাংলাদেশের ‘যদি একদিন’ সিনেমায় অভিনয় করে সাফল্য পেয়েছেন তিনি।

এদিকে বাংলাদেশের ‘বিক্ষোভ’ সিনেমায় অভিনয় করছেন শ্রাবন্তী। গত বছর সিনেমাটির শুটিং শুরু করেন। কিন্তু তার অংশের শুটিং এখনো বাকি রয়েছে। বাকি অংশের শুটিংয়ের জন্য গত ১০ জানুয়ারি ঢাকায় আসার কথা ছিল তার। শুধু তাই নয়, ওই দিনই বিএফডিসিতে শুটিংয়ে অংশ নেওয়ারও কথা ছিল। নির্ধারিত শিডিউল অনুযায়ী সেট নির্মাণসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেন পরিচালক। হঠাৎ শ্রাবন্তী জানিয়ে ছিলেন , তিনি ঢাকায় আসতে পারছেন না।

জানা গেছে, হঠাৎ করে শ্রাবন্তীর মামা শ্বশুর মারা গিয়েছেন। স্বাভাবিক কারণে ওই দিন ভিসা অফিসে যেতে পারেননি।

এদিকে, অবশেষে শবিনার সকালের একটি ফ্লাইটে ঢাকায় এসেছেন শ্রাবন্তী। বর্তমানে এফডিসিতে বিক্ষোভ ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন।এফডিসিতে চলছে শান্ত-শ্রাবন্তীর শুটিং।

‘বিক্ষোভ’ ছবিতে শ্রাবন্তী ছাড়াও আরও অভিনয় করছেন শান্ত খান, ভারতের রাহুল দেব, রজতব দত্ত, শুভশ্রী কর এবং বাংলাদেশের সাদেক বাচ্চু, সিবা শানু, সাবেরী আলম, প্রমুখ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন