কাম ও ক্রোধের গল্প দ্য রেইন ইজ ফোরকাস্ট

  17-02-2020 10:57AM

পিএনএস ডেস্ক : যৌনতাকে বরাবরই খারাপ দৃষ্টিতে দেখা হয়। কিন্তু চলচ্চিত্রে নারী পুরুষের এই অন্তরঙ্গ বিষয় উপস্থাপনের নান্দনিকতা লক্ষ্য করা যায় সেই পঞ্চাশের দশক থেকেই। রেইন ইজ ফোরকাস্টে সেরকম একটা চেষ্টা করা হয়েছে। দেখানো হয়েছে একজন নারীর মাতৃত্বের প্রতি দুর্বলতা যা একটা পর্যায়ে তাকে অপরাধী হয়ে উঠতেও বাধ্য করে।

অন্যদিকে আরেকটি অল্প বয়সী ছেলে যে কথা বলতে পারে না কিন্তু বুঝতে পারে সবই। আর বুঝতে বুঝতেই করে ফেলে ভুল। অবশ্য এটাকে ঠিক ভুল বলা যায় না। কামনা, বাসনা নেই এমন কোন পুরুষ নেই। এরকম পরস্পর বিপরীতমুখী সমস্যার ক্লাইম্যাক্স দিয়ে নির্মাতা আহমেদ সাব্বির সাজিয়েছেন কাম ও ক্রোধের গল্প দ্য রেইন ইজ ফোরকাস্ট চলচ্চিত্রটি।

চলচ্চিত্রটির আন্তর্জাতিক প্রদর্শনী আপাতত শেষ। শিগগিরই চলচিত্রটির কিছু প্রদর্শনী হবে দেশে। প্রদর্শনী সম্পর্কে আপডেট জানা যাবে চলচিত্রটির নির্মাতা এবং প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসিয়াল ফেসবুক পেজে।


পিএনএস/ এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন