‘এখন কেউ কাজের জন্য ডাকে না’

  19-02-2020 07:46PM

পিএনএস ডেস্ক : এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’, মিজানুর রহমান লাবুর ‘৯৯ ম্যানশন’ , ওয়াহিদ তারেকের ‘আলগা নোঙর’ ছবিতে অভিনয় করেছিলেন কাজী নওশাবা। নানা কারণে মুক্তির স্বাদ পায়নি ছবিগুলো। কিন্তু তা নিয়ে মাথাব্যথা নেই বহুমুখী এই অভিনেত্রীর। সব মিলিয়ে এখন মিডিয়া থেকে কিছুটা দূরে তিনি।

তবে হতাশা আড়াল করে বললেন, মিডিয়াতে আমার এখন তেমন কাজ নেই। আমার এক্সিডেন্টের পর আমাকে কেউ কাজের জন্য ডাকে না।

এই কথার ব্যখ্যা দিতে গিয়ে নওশাবা বললেন, অনেকের মধ্যে একটি ভুল ধারণা তৈরি হয়েছে। আর তা হচ্ছে, আমাকে নিয়ে কাজ করলে হয়তো তাদের প্রবলেম হতে পারে। অথচ আদালত থেকেও বলা আছে আমার কাজ করতে কোনো সমস্যা নেই। তবুও, নির্মাতারা আমার কাছে জানতে চান আমাকে নিয়ে কাজ করলে কোনো প্রবলেম হবে কিনা?

তবে নিজে কাজের জন্য কখনো জাননা বলে নওশাবা বলেন, আমি নিজে কখনো কাজের কথা বলিনি। আমি একটা সম্মান নিয়ে মিডিয়াতে কাজ করছি। কারো কাছে ছোট হতে পারবো না। কেউ যদি আমাকে নিয়ে কাজ করতে না চান সেটি নিয়ে আমার কোনো অভিযোগ নেই।

এদিকে, নিজের দল ‘টুগেদার উই ক্যান’ নিয়ে মাঝে মাঝে পুতুলনাট্যের আয়োজন করছেন নিয়মিত। এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্ম হইচইয়ের ধারাবাহিক ‘একেন বাবুর ঢাকা রহস্য’তে মেহেরুন্নেসা চরিত্রে দেখা গেছে তাকে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন