‘আমি কোনো ফকিরনি পরিবারের মেয়ে না’, নীলা চৌধুরীকে শাবনূর

  29-02-2020 11:15AM

পিএনএস ডেস্ক: চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৪ বছর পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদন প্রকাশের পর চিত্রনায়িকা শাবনূর, সালমানের তৎকালীন স্ত্রী সামিরা ও তার মা নীলা চৌধুরী গণমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।

তেমনি একটি বক্তব্য দিতে গিয়ে শাবনূরকে ‘তৃতীয় শ্রেণির মেয়ে’ বলেন সালমান শাহর মা নীলা চৌধুরী।

দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, ‘শাবনূর একটা থার্ড ক্লাস মেয়ে। ও তো সিনেমা করে উঠে গেল। আর কী আছে ওর? নায়িকাদের কোনো স্ট্যাটাস থাকে নাকি?’

এ ধরনের কথা শুনে ভীষণ খেপেছেন শাবনূর। তিনি বললেন, ‘আন্টির এ ধরনের কথা বলার কোনো অধিকার নেই। তিনি আমার পরিবার সম্পর্কে না জেনে এভাবে কথা বলতে পারেন না। তার এই কথা প্রত্যাহার করতে হবে।’

শাবনূর বলেন, ‘আন্টিকে বলব, কারও সম্পর্কে কোনো কথা বলার আগে দয়া করে খোঁজখবর নেবেন। আপনাকে শুধু বলতে চাই, আমার পরিবারের সবাইকে একনামে চেনেন। সবাই স্ব স্ব ক্ষেত্রে ভীষণ সম্মানিত। আপনাকে অনুরোধ করছি, দয়া করে খোঁজখবর নিন, তারপর কারও সম্পর্কে মন্তব্য করতে আসুন প্লিজ। আমি কোনো ফকিরনি পরিবারের মেয়ে না।’

শাবনূর এ–ও বলেন, তার মুখ থেকে এ ধরনের কথা মোটেও গ্রহণযোগ্য নয়। আমি কারও কাছে আমার বংশপরিচয় দিতে বাধ্য নই। শুধু এটুকু বলব, আমি ফেলনা নই, আমারও বংশপরিচয় আছে। কাউকে নিয়ে কটু কথা বলার আগে চৌদ্দবার ভাববেন। এরপর কথা বলবেন।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন