ভারতের নাগরিকত্ব চান মিথিলা

  12-03-2020 09:10PM

পিএনএস ডেস্ক : সম্প্রতি বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল ও উপস্থাপক রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেছেন ভারতের এ সময়ের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। দুই দেশেই এই তারকা দম্পতির বিয়ে নিয়ে এখনও চলছে বেশ আলোচনা।

ভক্তদের নানা আগ্রহের কেন্দ্রবিন্দু এই তারকা দম্পতি। নানা কথা ও নিজের ভাবনা নিয়ে ভারতের গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশি তারকা মিথিলা।

মিথিলা ভারতের নাগরিকত্ব নিতে চাইবেন কিনা? এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নাগরিকত্ব খুবই জটিল একটা বিষয়। তাই এখনই ভাবতে চাই না। নাগরিকত্ব নিতে অন্তত ১১-১২ বছর সময় লেগে যাবে হয়ত। অনেক আইনি জটিলতা রয়েছে। তাছাড়া নাগরিকত্ব আদৌ বদলাবো কিনা সেই সিদ্ধান্ত এখনও নিইনি। আপাতত ঠিকভাবে ভিসা পেলেই হবে।’

এদিকে ভারতে সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে একটা বিতর্ক চলছে। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া নিয়ে বিতর্ক চলমান রয়েছে। এ বিষয় নিয়ে মিথিলার মতামত জানতে চাইলে জবাবে বলেন, ‘ধর্মের ভিত্তিতে কিছুই হওয়া ঠিক নয়।’

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। তাদের একমাত্র সন্তান আইরা এখন মিথিলার কাছেই আছে।

আইরা কোথায় থাকছে এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘আইরা জন্মের পর থেকে আমার কাছেই বেশিরভাগ সময় থাকে। আমিই ওর প্রাইমারি অভিভাবক। ও এখন খুবই ছোট। তবে আইরার সঙ্গে ওর বাবারও (তাহসান) নিয়মিত যোগাযোগ আছে। ওকে ওর বাবা নিয়ে যায়। ওরা বেড়াতেও যায়। কিছুদিন আগেও আইরা ওর বাবার কাছে গিয়েছিল। তবে ভবিষ্যতে ও কী করবে, কার কাছে থাকবে, সেটা আইরা বড় হয়ে নিজে সিদ্ধান্ত নেবে। ভবিষ্যতে সেটা দেখা যাবে।’

আইরাও কি তাহলে ভারতের নাগরিকত্ব পাবে? এ বিষয়ে তিনি বলেন, ‘সবকিছুই আইরা বড় হওয়ার পর ওর নেওয়া সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এখন কিছুই জানি না। তবে আমি কলকাতায় এসে থাকা শুরু করলে আইরাও আমার সঙ্গে কলকাতায় থাকবে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন