করোনায় দুবাইয়ে আটকা পড়েছেন সুজানা

  25-03-2020 01:21AM

পিএনএস ডেস্ক: চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন সারাবিশ্বে এক আতঙ্কের নাম। এমন কোনো দেশ নেই যেখানে করোনাভাইরাস হানা দেয়নি। বাংলাদেশেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩৯ জন। করোনাভাইরাস মোকাবিলার লক্ষ্যে সরকার সারা দেশে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।

এদিকে ব্যবসায়িক কাজে দুবাই গিয়ে আটকা পড়েছেন মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। দেশটিতে সব রকম ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন তিনি। দেশে ফিরতে পারেননি। তাই সেখানেই গৃহবন্দী হয়ে আছেন।

সুজানা বলেন, ‘আসলে বলারও কিছু নেই। সারা বিশ্বই এখন মহামারিতে আক্রান্ত। আমি ভেবেছিলাম কাজ শেষ করে ফিরে যাব। কিন্তু সুযোগ পেলাম। দুবাইতে সব ফ্লাইট বন্ধ করোনা আতঙ্কে। তবে আমি ভালো আছি। সবার কাছে দোয়া চাই। আমিও সবার জন্য দোয়া করি যেন আমাদের দেশে খারাপ কিছু না ঘটে। আল্লাহ সহায়।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন