জোড়াতালি দেওয়া গাউন পরে মিস ইন্ডিয়া জিতেছিলেন সুস্মিতা

  16-04-2020 06:33PM

পিএনএস ডেস্ক: ভারতকে প্রথম মিস ই্ন্ডিয়া আর মিস ইউনিভার্সের মুকুট এনে দিয়েছিলেন সুস্মিতা সেন। সেটা ১৯৯৪ সাল। ওই বছরেই মিস ই্ন্ডিয়া আর মিস ইউনিভার্সের খেতাব জেতেন সুস্মিতা।

রানার্স আপ হয়ে মিস ওয়ার্ল্ডের খেতাব জেতেন ঐশ্বর্য রাই। সম্প্রতি সুস্মিতার একটি পুরনো ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মায়ের সঙ্গে একটি টকশোয়ে এসে সুস্মিতা একবার বলেছিলেন ১৯৯৪ সালের সেই সমস্ত দিনের কথা। সে সময় সাধারণ মধ্যবিত্ত পরিবার ছিল সুস্মিতাদের।

ফাইনালের দিন চারটি আলাদা পোশাক পরার কথা। কিন্তু অতগুলো ডিজাইনার গাউন তৈরির ক্ষমতা ছিল না তাঁদের। তখন সুস্মিতার মা বলেন, ‘লোকে তোমাকে দেখতে আসছেন, তোমার পোশাককে নয়।’

সুস্মিতা বলেন, ‘এরপরেই মা আর আমি সরোজিনী মার্কেটে কাপড় কিনতে যাই। একটি কালো কাপড় কেনা হয়। এরপর আমাদের বাড়ির নীচের গ্যারাজে বসতেন যে দর্জি, তাঁকে কাপড় দিয়ে মা বলেন, টিভিতে দেখা যাবে। ভাল করে বানিও। সেই গাউনে মা হাতে তৈরি একটি কাপড়ের ফুল বসিয়ে দেন। আর কালো মোজা কিনে, ইলাস্টিক লাগিয়ে হাতের মোজা বানিয়ে দেন।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন