বিশ্বস্বাস্থ্য সংস্থার তহবিলে ৩৫ মিলিয়ন ডলার দান লেডি গাগার

  16-04-2020 10:02PM

পিএনএস ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বস্বাস্থ্য সংস্থার সহায়তায় অস্কার বিজয়ী মার্কিন গায়িকা লেডি গাগা নিজ উদ্যোগে আয়োজন করেছিলেন ভার্চ্যুয়েল উৎসব। সাতদিনের এই উৎসব থেকে উপার্জন হয়েছে ৩৫ মিলিয়ন ডলার। পুরো টাকাটা আলোচিত এই গায়িকা বিশ্বস্বাস্থ্য সংস্থার তহবিলে দান করেছেন।

লেডি গাগা বিশ্বস্বাস্থ্য সংস্থাকে করোনা সংকটে অর্থসহায়তার ঘোষণা দিয়ে গত ৭ এপ্রিল থেকে ভার্চ্যুয়েল উৎসবটি শুরু করেন। এসময় তিনি বিভিন্ন ব্যক্তি ও দাতা প্রতিষ্ঠানের কাছে অর্থসহায়তার আহ্বান জানান। সাত দিনের ভার্চ্যুয়েল উৎসবে তিনি সংগ্রহ করেন ৩৫ মিলিয়ন ডলার।

বিশ্বস্বাস্থ্য সংস্থার কাছে এই সহায়তা হস্তান্তর করে লেডি গাগা করোনা সংকটে যারা কর্মহীন হযে পড়েছেন এবং পরিবার নিয়ে খাদ্যসংকটে আছেন, তাদের জন্য ব্যয়ের আহ্বান জানান।

পাশাপাশি তিনি আগামী ১৮ এপ্রিল নিজ উদ্যোগে আরেকটি ভার্চ্যুয়েল কনসার্ট আয়োজনের ঘোষণা দেন। এতে তার সঙ্গে যোগ দিচ্ছেনবিলি এলিশ, লিজো, এলটন জন, ক্রিস মার্টিন, পল ম্যাককার্টনি এবং স্টিভ ওয়ান্ডারসহ কয়েক ডজন তারকা ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন