সুশান্তকে খুনের পিছনে জড়িত মাফিয়া ডন দাউদ ইব্রাহিম!

  11-07-2020 04:38PM

পিএনএস ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু যেন কেউ মানতেই পারছেই না। বিশেষ করে তাঁর ভক্তরা। তাঁর মৃত্যুর পর থেকেই আলোচনার বিষয়বস্তু হয়ে উঠে এটি আত্মহত্যা না খুন! সুশান্তের ভক্তদের পাশাপাশি শোবিজের মানুষ তো বটেই, ক্রিকেট, ফুটবল, আইনজীবী, রাজনীতিবিদসহ নানা অঙ্গনের মানুষেরাই সুশান্তের মৃত্যুকে খুন বলে দাবি করছেন। তারা এই খুনের রহস্য উদঘাটন করে দোষীদের শাস্তিও চেয়েছেন।

সুশান্তের মৃত্যুর জন্য সরাসরি সালমান খান, সঞ্জয়লীলা বানসালি, একতা কাপুর, করণ জোহরদের মতো তারকাদের দোষী বলে দাবি করছেন অনেকে। সেই প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলাও করেছেন বিহারের এক আইনজীবী। যদিও বিহারের আদালতে সেই মামলা খারিজ হয়ে গেছে। তবুও সুশান্তের মৃত্যুকে খুন হিসেবেই দেখতে চাইছেন তারা।

এদিকে এই মৃত্যু নিয়ে নতুন করে আগুনে ঘি ঢাললেন ভারতের প্রাক্তন এক অফিসার। সংবাদ প্রতিদিনসহ ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এই অফিসারের বরাতে জানিয়েছে, তিনি বলেছেন, সুশান্তকে খুন করিয়েছেন দাউদ ইব্রাহিম। এই গডফাদারের গ্যাংরাই টাকার বিনিময়ে সুশান্তকে খুন করেছে।

‘র’-এর অফিসার এনকে সুদের দাবি, খুব ঠান্ডা মাথায় ছক কষে খুন করা হয়েছে অভিনেতাকে। কোনো পেশাদার খুনি ছাড়া এ কাজ অসম্ভব! সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা যখন সুশান্ত মৃত্যু রহস্যের কিনারা করতে সিবিআইকে চাইছে, ঠিক তার মাঝেই সুদ বিস্ফোরক দাবি তুলে বলেন দাউদের দলই সুশান্তকে খুন করেছে।

সুদ বলেন, ‘দাউদের কোনো শাগরেদের হাতেই সুশান্ত খুন হয়েছেন। কারণ, গত কয়েক মাস ধরেই সুশান্তকে হুমকি দেওয়া হচ্ছিল। এজন্য তিনি প্রায় ৫০ বার সিমকার্ড বদলে ফেলেছিলেন। কেউ তাকে খুন করে ফেলতে পারে, এই আশঙ্কাতেই সুশান্ত গাড়িতেও ঘুমিয়েছেন অনেক রাত।’

নিজের দাবির পক্ষে যুক্তি দিয়ে এই প্রাক্তন গোয়েন্দা বলেন, ‘অভিনেতার মৃত্যুর আগের দিন সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া থেকে শুরু করে, ডুপ্লিকেট চাবি হারিয়ে যাওয়ার মতো অনেক তথ্যপ্রমাণ রয়েছে। তা দেখিয়ে দেয় যে, কেউ অত্যন্ত ঠান্ডা মাথায় সুশান্তের খুনের ছক কষেছে।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন