করোনায় মারা গেলেন উর্দু কবি রাহাত ইন্দোরি

  11-08-2020 07:32PM

পিএনএস ডেস্ক : নভেল করোনাভাইরাসে মারা গেছেন ভারতের নামকরা উর্দু কবি রাহাত ইন্দোরি। মঙ্গলবার ভারতের মধ্যপ্রদেশে ইন্দোর জেলার একটি হাসপাতালে তিনি মারা যান।

হিন্দুস্তান টাইমস জানায়, করোনা পরীক্ষায় পজিটিভ ফল আসায় শ্রী অরবিন্দ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৭০ বছরের রাহাত ইন্দোরি।

হাসপাতালের চিকিৎসক ড. বিনোদ ভান্ডারি বলেন, আজ দুইবার হার্ট অ্যাটাক হয় তার। কভিড-১৯ টেস্টে পজিটিভ আসার পর রবিবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার শরীরে ৬০ শতাংশ নিউমোনিয়াও ছিল।

১৯৫০ সালে ইন্দোরে জন্ম নেয়া এই উর্দু কবি চিত্রশিল্পী হিসেবেও পরিচিত। বলিউডে অনেক ছবির জন্য গান লিখেছেন রাহাত ইন্দোরি।

তার মৃত্যুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী শোক প্রকাশ করে টুইট করেছেন। ইতিহাসবিদ এবং লেখক রানা সাফভি বলেন, তিনি ছিলেন কাব্য জগতের সাহসী কণ্ঠস্বর। তার মৃত্যুতে বিশাল ক্ষতি হয়ে গেল।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন