করোনায় আক্রান্ত অর্থহীনের সুমন ও তার ছেলে

  14-09-2020 09:56PM

পিএনএস ডেস্ক : ‘বেইজবাবা’ খ্যাত জনপ্রিয় রক ব্যান্ড ‘অর্থহীন’র দলনেতা সাইদুস সালেহীন খালেদ সুমন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার ছেলে আহনাফ সালেহীন খালেদও করোনায় আক্রান্ত।

সোমবার নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়ে সুমন লিখেন, ‘আহনাফ ও আমার করোনা টেস্ট পজিটিভ এসেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

গায়ক-গীতিকার-সংগীতশিল্পী সুমন বর্তমানে প্রায় এক দশক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন এবং বিদেশেও তার চিকিৎসা চলছে।

১৯৮৬ সালে ‘ফ্রিকোয়েন্সি’ ব্যান্ড গঠনের মাধ্যমে সুমন তার রক সংগীতের জীবন শুরু করেন। মাত্র ১৯ বছর বয়সের মধ্যে অনেকগুলো ব্যান্ডে বেস বাজানোর সৌভাগ্য হয় তার। ১৯৯৭ সালে তিনি সেই সময়ের জনপ্রিয় ব্যান্ড ‘ওয়ারফেজ’-এ গিটারবাদক হিসেবে যোগ দেন। দুই বছর ওয়ারফেজে বাজানোর পর, ১৯৯৯ সালে নিজের প্রথম একক অ্যালবাম ‘সুমন ও অর্থহীন’ প্রকাশ করেন তিনি। অ্যালবামটি অনেক জনপ্রিয়তা পেলে, সে বছর অর্থহীন ব্যান্ডের যাত্রা শুরু করেন সুমন।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন