শ্রমিকের কাজ নিলেন দীপিকা পাড়ুকোন!

  18-10-2020 09:39AM


পিএনএস ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের খারগনি জেলার একটি গ্রামে পরিযায়ী শ্রমিকের কাজ নিয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। অবাস্তব লাগছে? কিন্তু 'মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট'‌-এর একটি জব কার্ডে দীপিকার ছবি দেখার পর আপনিও এমনটাই বলবেন।

শুধু দীপিকাই নন, আরও অনেক বলিউড তারকার ছবি দেওয়া ভুয়া কার্ড জমা পড়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সোনু শান্তিলাল, মনোজ দুবেসহ প্রায় ১২ জন গ্রামবাসী। কিন্তু তাদের বক্তব্য, তারা জানেন না এরকম ছবি কীভাবে ছাপানো হয়েছে।

সোনু শান্তিলাল বললেন, আমার স্ত্রীর ছবি সরিয়ে দীপিকার ছপবি বসানো হয়েছে। আমরা একটা দিনও কাজ করেছি বলে দাবি করিনি। এরকম ভুয়া কাজ করতে পারেন একমাত্র পঞ্চায়েতের সভাপতি এবং নিয়োগকর্তার সহকারী।

খারগনি জেলা প‌ঞ্চায়েতের সিইও গৌরব বানাল জানালেন, যারাই এই কাণ্ডে দায়ী, তাদের শাস্তি দেওয়া হবে। ১১ টা জব কার্ড পাওয়া গেছে এরকম। আর গত কয়েকদিনে এই কার্ডের নামে অনেক টাকা তুলে নেওয়া হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন