ক্রিকেটার-নায়কদের সঙ্গে বার বার সম্পর্কে জড়ান শ্রুতি

  10-11-2020 03:22PM

পিএনএস ডেস্ক: সুযোগের জন্য ঘুরতে হয়নি দরজায় দরজায়। বরং, কমল হাসানের মেয়ের কাছে সুযোগ এসেছিল যেচেই। নায়িকা হিসেবে প্রথম ছবির আগে নিজেই খারিজ করেছেন বহু ছবি। সেরা নায়িকার দৌড়ে না থেকে জীবনকে উপভোগ করতে ভালোবাসেন শ্রুতি হাসান।

কমল-সারিকার বড় মেয়ে শ্রুতির জন্ম ১৯৮৬ সালের ২৮ জানুয়ারি। তখনো কমল হাসানের খাতায় কলমে বিচ্ছেদ হয়নি তার প্রথম স্ত্রী বাণী জয়রামের সঙ্গে। ফলে কমল এবং সারিকা ছিলেন লিভ ইন সম্পর্কে। শ্রুতি যখন ২ বছরের, বিয়ে করেন তার বাবা-মা।

চেন্নাইয়ে স্কুলপাঠ শেষ করার পরে শ্রুতির পড়াশোনা মুম্বাইয়ের সেন্ট অ্যান্ড্রুজ কলেজে। স্কুলে শ্রুতি অবশ্য ‘পূজা রামচন্দ্রন’ ছদ্মনাম ব্যবহার করতেন। কারণ তিনি চাননি সহপাঠীরা তাকে স্টারকিড হিসেবে চিনুক।

মনস্তত্ত্বের ছাত্রী শ্রুতি স্কুলের পর পাড়ি দেন ক্যালিফর্নিয়া। সেখানে আর মনস্তত্ত্ব নয়। এবার শ্রুতি মিউজিশিয়ানস ইনস্টিটিউটে সঙ্গীতশাস্ত্রের ছাত্রী। সিনেমায় আত্মপ্রকাশ শৈশবেই। বাবা কমল হাসনের পরিচালনায় তিনি অভিনয় করেন ‘হে রাম’-এ। বড় হয়ে তাকে নায়িকা হিসেবে প্রথম দেখা গিয়েছে ২০০৮ সালে ইমরান খানের বিপরীতে ‘লাক’ ছবিতে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন