আইসিইউ থেকে সাধারণ কেবিনে জুয়েল আইচ

  21-11-2020 08:04PM

পিএনএস ডেস্ক : গত ৪ নভেম্বর জ্বরে আক্রান্ত হন জাদুশিল্পী জুয়েল আইচ। পরে করোনা পজিটিভ আসে। ১০ নভেম্বর থেকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি চিকিৎসাধীন। জানা গেছে, তাকে বর্তমানে আইসিইউ থেকে হাসপাতালের সাধারণ কেবিনে নেয়া হয়েছে। আগের চেয়ে অনেকটা সুস্থ হয়ে উঠলেও পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি। গণমাধ্যমে এ খবর জানিয়েছেন তার স্ত্রী বিপাশা আইচ।

গণমাধ্যমকে বিপাশা আইচ জানালেন, ‘আগের চেয়ে অনেকটা উন্নতি হলেও পুরোপুরি সুস্থ এটাও বলতে পারছি না। চিকিৎসকদের সঙ্গে কথা হচ্ছে। তবে নিশ্চিত কোনো আপডেট পাচ্ছি না। অন্য হাসপাতালগুলোর চেয়ে এখানে সিস্টেমটা একটু ভিন্ন। রোগীর সঙ্গে চিকিৎসকরা বারবার দেখা করেন, তার খোঁজ খবর রাখেন। রোগীর তথ্যের ব্যাপারে তারা সচেতন। তবে চিকিৎসকরা বলছেন যে তিনি এখন আগের চেয়ে সুস্থ। আমাকে সাহসও দিচ্ছেন। আমি সবার কাছে দোয়া চাই জুয়েল আইচের জন্য। খুব শিগগিরই হয়তো ভালো খবর দিতে পারবো।’

হাসপাতাল সুত্রে জানা গিয়েছিল, তার ফুসফুসও সংক্রমিত হয়েছে। এছাড়াও দীর্ঘদিন ধরেই ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তিনি।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন