হাসপাতাল থেকে বাসায় ফারুক

  25-11-2020 07:08PM

পিএনএস ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঢাকাই ছবির কালজয়ী নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। বুধবার জানা গেলো করোনা থেকে সেরে না উঠলেও হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি। শরীরে করোনাভাইরাসের কোন উপসর্গ না থাকায় চিকিৎসকদের অনুমতি নিয়ে বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান।

ফারহান পাঠান জানান, গতকাল রাত ১০টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেছি। চিকিৎসকের পরামর্শেই বাসায় ফিরে ফারুক। কারণ পর পর দুবার ফারুকের কোভিড-১৯ টেস্ট করা হলেও রেজাল্ট পজিটিভ আসে। তবে তিনি অনেক সুস্থবোধ করছেন। তবে বাসায় থাকলেও চিকিৎসকের পরামর্শে চলবে তার চিকিৎসা।

ফারহানা পাঠানের কথায় আরও জানা যায়, ফারুকের শরীরে করোনার কোনও উপসর্গ নেই। একেবারে সুস্থতা অনুভব করছেন তিনি।

এর আগে দুই মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গত অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকায় ফেরেন ফারুক। কিছুদিন বিশ্রামে থাকার পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হোন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন