পুঁজিবাজারে সূচকের উত্থান

  01-12-2020 10:34PM

পিএনএস ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে লেনদেনে অংশ নেয়া উভয় স্টকের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

তবে টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে এদিন ডিএসইর লেনদেন কমলেও সিএসইর সামান্য বেড়েছে।

মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ডিএসইতে এদিনে লেনদেন হয়েছে ৬৬৩ কোটি ৮৪ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৮০৪ কোটি ২১ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ১৪৯টির, কমেছে ৯২টির এবং পরিবর্তন হয়নি ১০৯টির দর।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯০৩ দশমিক ৯৫ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ১০ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৫ দশমিক ৫০ পয়েন্টে ও ১ হাজার ১২০ দশমিক ৩৫ পয়েন্টে।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, প্রভাতি ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, বেক্সিমকো, আমরা নেটওয়াকস, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ন্যাশনাল ফিড, কাসেম ইন্ডাস্ট্রিজ, নদার্ন ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স।

অপর পুঁজিবাজার সিএসইতে মঙ্গলবার লেনদেনের পরিমাণ ২৪ কোটি ৬৬ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ৭১টির এবং কোনো পরিবর্তন হয়নি ৬৫টির কোম্পানির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৯৯ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯০ দশমিক ৮২ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৬৭ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৪৭ দশমিক ৭৮ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৫৯ দশমিক ৭৩ পয়েন্ট ও সিএসআই সূচক ৬ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৮ দশমিক ৩৫ পয়েন্টে, ১১ হাজার ২৫৫ দশমিক ৭২ পয়েন্টে, ৮ হাজার ৪৮৬ দশমিক ৭৯ পয়েন্টে ও ৯২৬ দশমিক ৪১ পয়েন্টে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন