নতুন দল নিয়ে রাজনীতিতে আসছেন রজনীকান্ত!

  02-12-2020 12:00AM

পিএনএস ডেস্ক : ভারতের সিনেমাপাড়ার সুপারস্টারদের রাজনীতিতে জড়িয়ে পড়া স্বাভাবিক ঘটনা।

রুপালী পর্দার সেলিব্রেটিরা রাজনীতির খাতায় নাম লিখিয়েছেন এমন উদাহরণ ভুরিভুরি।

বেশ কয়েক বছরের গুঞ্জন, রাজনীতিতে নাম লেখাতে যাচ্ছেন বলিউড ও ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। কিন্তু পরে আর সেই গুঞ্জন সত্যতে রূপ নেয়নি। তবে এবার শোনা যাচ্ছে, সত্যি সত্যি ভারতের রাজনীতিতে পা রাখতে যাচ্ছেন রজনীকান্ত। কোনো দলের হয়ে নয়, নিজেই নতুন দল ঘোষণা করতে যাচ্ছেন তিনি ।

ভারতের শোবিজভিত্তিক গণমাধ্যম পিংক ভিলা এমন তথ্য দিয়েছে।

গণমাধ্যমটি বলছে, সোমবার ‘রজনী মক্কল মন্দ্রম’ নামক সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে প্রায় ৪ ঘণ্টা বৈঠক করেন রজনীকান্ত। বৈঠক শেষে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন, ‘আমার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ কী হবে সেই সিদ্ধান্ত শিগগিরই আপনাদের জানাব। আমার সমর্থক, ভক্ত-অনুরাগীরা জানিয়েছেন, আমি যা-ই সিদ্ধান্ত নিই না কেন, তাদের কোনো আপত্তি নেই।’

যদিও গত মাসে রজনীকান্তের নামে একটি চিঠি ভারতের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে উল্লেখ করা হয়, রাজনীতিতে যোগদানের মতো শারীরিক অবস্থায় নেই রজনীকান্ত। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন।

কিন্তু পরে চিঠিকে ভুয়া বলে তথ্য দিয়ে রজনীকান্ত টুইট করেন, এ চিঠি তার নয়।

তিনি লেখেন, ‘যে চিঠি আমার নামে নেটে ঘুরে বেড়াচ্ছে, সেটা আদৌ আমার নয়। কিন্তু হ্যাঁ, চিঠির একটি বক্তব্য সত্যি। আমার শরীর খারাপ বলে চিকিৎসকেরা আমাকে রাজনৈতিক জগতে প্রবেশ না করার পরামর্শ দিয়েছেন। তবে আমি আমার রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে আমার সংগঠনের সঙ্গে কথা বলে সময়মতো সে বিষয়ে ঘোষণা করব।’

তবে ৩০ নভেম্বর প্রকাশ হওয়া সংবাদের পর ভারতের রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে।

রজনীর ভক্তরাও নানা জল্পনায় মগ্ন হয়েছেন। কারণ রজনীকান্তের জনপ্রিয়তা ভারতে আকাশছোঁয়া।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন