জাহ্নবীর শুটিংয়ে কৃষকদের বাধা

  15-01-2021 05:39PM

পিএনএস ডেস্ক: ‘গুড লাক জেরি’ নামে নতুন একটি সিনেমার শুটিং চলছিল পাঞ্জাবে। শুটিং চলাকালীন সময়ে সেখানে বিপত্তি ঘটায় ভারতে চলমান কৃষি আইনের বিরোধিতাকারী পাঞ্জাবি কৃষকরা। সোমবার শুটিং চলাকালে একদল কৃষক আন্দোলনকারী হানা দেন সেটে। তাদের দাবি ছিল, ছবিটির অভিনেত্রী জাহ্নবী কাপুরকে তাদের আন্দোলনে প্রকাশ্যে সমর্থন দিতে হবে। শুটিংয়ে আগত সবাই তাদের আন্দোলনে সমর্থন করেন কিনা সেটাও তারা জানতে চান।

এরপর কৃষক আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন শুটিং ক্রু। অভিনেত্রী জাহ্নবীও তার ইনস্টাগ্রামে কৃষক আন্দোলনের সমর্থনে একটি পোস্ট দেন।

ইনস্টাগ্রাম পোস্টে শ্রীদেবীকন্যা বিবৃতি দেন, ‘কৃষকরাই আমাদের দেশের হৃদয়। আমাদের জাতির মুখে আহার তুলে দিতে তারা যে ভূমিকা রাখেন তা আমি জানি ও মূল্যায়ন করি। আমি আশা করি, শিগগিরই একটি সমাধানে পৌছানো যাবে যাতে কৃষকরা উপকৃত হন। ’

নিজেদের দাবি মেটার সঙ্গে সঙ্গেই ফিরে যান কৃষকরা। স্বস্তি মেলে শুটিং ফ্লোরে।

২০১৮ সালের তামিল সিনেমা ‘কোলামাভু কোকিলা’ সিনেমার হিন্দি রিমেক ‘গুড লাক জেরি’। মূল সিনেমার নয়নতারার ভূমিকায় অভিনয় করবেন জাহ্নবী কাপুর। সিদ্ধার্থ সেনগুপ্ত পরিচালিত এই ছবিতে উল্লেখযোগ্য চরিত্রে আরও অভিনয় করছেন দীপক দোব্রিয়াল, মিতা বশিষ্ঠ, নীরাজ সুদ ও সুশান্ত সিং।


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন