তারিক আনামকে নায়ক করে আবারও সিনেমা

  19-01-2021 03:23PM

পিএনএস ডেস্ক : মামলা, আজীবন নিষেধাজ্ঞা মিলিয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অনন্য মামুন। এর মাঝে সুখবর একটাই, তার পরিচালনায় নির্মিত ‘আবার বসন্ত’ ছবির জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছেন তারিক আনাম খান।

সম্প্রতি পরিচালক সমিতি অনন্য মামুনকে আজীবন নিষিদ্ধ করেছে। এর জবাবে তিনি পাঁচটি নতুন সিনেমার ঘোষণা দেন। যার একটির মূল ভূমিকায় থাকছেন এ বর্ষীয়ান অভিনেতা।

রবিবার তারিক আনামের হাতে ওঠে জাতীয় পুরস্কার। ওই দিন পরের সিনেমা ‘প্যাড’-এ তার অন্তর্ভুক্তির কথা জানান মামুন।

তিনি ফেইসবুকে লেখেন, ‘‘স্যার, এই বয়সে আপনি শ্রেষ্ঠ নায়ক! আমাকে ফোন করে বলেছিলেন, ‘মামুন পুরস্কারটা তোমার’। স্যার, আমি বলি, পুরস্কারটা আমাদের ‘আবার বসন্ত’ টিমের! আপনাকে নিয়ে আরও একটা যুদ্ধে যাব! সিনেমার নাম ‘প্যাড’।’’

‘প্যাড’ ছাড়াও অনন্য মামুন ঘোষিত অন্য ছবিগুলো হলো ক্রেজি, ঈদ মোবারক, ভাইজান-২ ও পাইলট।

মঞ্চ ও টেলিভিশনের নামি অভিনেতা তারিক আনাম খান তরুণ বয়সে অল্প কিছু ছবিতে অভিনয় করেছেন। তবে গত দশকে সিনেমায় তার ব্যস্ততা বেড়েছে। তাকে অনন্য মামুনের মুক্তি প্রতীক্ষিত ‘মেকআপ’ ছবিতেও দেখা যাবে। এ ছাড়া নুরুল আলম আতিকের ‘পেয়ারা সুবাস’ ছবিতে অভিনয় করেছেন, বিপরীতে আছেন জয়া আহসান।

এর আগে ২০১৬ সালে ‘দেশা দ্য লিডার’ ছবির জন্য সেরা খল অভিনেতার পুরস্কার জেতেন তারিক আনাম খান।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন