অভিনয় ছাড়বো না: উর্মিলা

  21-01-2021 02:35PM

পিএনএস ডেস্ক: আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপকমিটির সদস্য হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৫০ সদস্য বিশিষ্ট এই উপকমিটির অনুমোদন দেন।

সরকারি দলের এই উপকমিটিতে স্থান পাওয়ায় বেশ উচ্ছ্বসিত ও আনন্দিত এই লাক্সতারকা বলেন, ‘এটা আমার জীবনের অন্যরকম প্রাপ্তি। আমি তৃণমূল কর্মী ছিলাম। রাজনীতির সঙ্গে আমি প্রায় ১১ বছর ধরে জড়িত। আমি সবসময় সক্রিয় থেকে থেকে এই সংগঠনের জন্য অনেক কিছু করেছি। সেই শুরু থেকে এখনের স্থান পর্যন্ত আসার জার্নিটা এক কথায় অন্যরকম।’

রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে উর্মিলা বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো চাওয়া নেই। দল যেখানে আমাকে যোগ্য মনে করে চাইবে সেখানে আমি থাকবো। যে পদে আমাকে রাখা হয়েছে তার জন্য দলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার দোয়া ও আশীবার্দ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। সবসময় ভালো কিছুর পাশে এবং ভালো কাজে থাকতে চাই।’

রাজনীতিতে সময় দিতে গিয়ে অভিনয়ের জায়গাটা পূরণ করতে পারবেন কি? এমন প্রশ্নে নায়িকার উত্তর, ‘অভিনয়টাকে অনেক ভালোবাসি। অভিনয় যদি না করতাম তাহলে রাজনীতিতে যতটা সক্রিয় আছিলাম, তার চেয়েও বেশি ফোকাস দিতে পারতাম। রাজনীতি ও অভিনয়; দুটো নিয়েই থাকবো। অভিনয় ছাড়বো না।’

উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়েই রাজনীতিতে সক্রিয় কর্মী হয়ে ওঠেন উর্মিলা। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদিকা’র পাশাপাশি আইন ছাত্র পরিষদের জয়েন্ট সেক্রেটারিও ছিলেন তিনি। তিন বছর কমিটির ওই পদে থেকে নানামাত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন।

মুক্তিযুদ্ধের যে চেতনা ছোট থেকেই দেখে বড় হয়েছি, সেই চেতনায় আওয়ামী লীগ ওতপ্রোতভাবে জড়িত। যার কারণে ছোটবেলা থেকেই আওয়ামী লীগের প্রতি ভালো লাগা ছিল বলে জানান ছোটপর্দার এই ব্যস্ত অভিনেত্রী।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন