শাহরিয়ার নাজিম জয়ের বাবা আর নেই

  21-01-2021 03:45PM

পিএনএস ডেস্ক : অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের বাবা মো. নাজিম উদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। ২১ জানুয়ারি সকাল ৬টা ৩০ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন শাহরিয়ার নাজিম জয় নিজেই। তিনি বলেন, ‘বাবাকে হারালাম। সকাল ৬টা ৩০মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।’

জয় জানান, তার বাবা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) প্রধান প্রকৌশলী এবং পরিচালক পর্ষদের সদস্য ছিলেন।

নাজিম উদ্দিন আহমেদ বেশ কিছুদিন ধরে উক্ত হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। করোনা পজিটিভ হয়েই তিনি সেখানে ভর্তি হন।

নির্মাতা-উপস্থাপক আনজাম মাসুদ বলেন, ‘নাজিম আঙ্কেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বটে, তবে সেটি নেগিটিভও হন। পরে তার শরীরে অন্য জটিলতা দেখা দেয়। দুটো কিডনিতেই ছিলো সমস্যা। অবশেষে চলেই গেলেন, মুক্তি পেলেন কষ্ট থেকে।’

প্রয়াতের পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমের জানাজা হবে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বাদ জোহর মোহাম্মদপুর ইকবাল রোড জামে মসজিদে। এরপর তাকে সমাহিত করা হবে বনানীস্থ কবরস্থানে।

এদিকে, জয়ের পিতৃবিয়োগে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে শোক প্রকাশ করেছেন শোবিজের সহকর্মী ও নানা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন