বঙ্গবন্ধুর বায়োপিকের জন্য মুম্বাইয়ে তিশা

  23-01-2021 02:12PM

পিএনএস ডেস্ক : বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল নির্মাণ করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক। এ ছবির শুটিংয়ে যোগ দিতে ঢাকা ছেড়েছেন টিভি-সিনেমার জনপ্রিয় তারকা নুসরাত ইমরোজ তিশা।

অভিনেত্রী নিজেই এ খবর নিশ্চিত করেছেন। শনিবার বেলা ১১টার দিকে অফিশিয়াল ফেইসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন তিশা। সেই সেলফিতে তাকে উড়োজাহাজে দেখা যায়। মুখে ছিল মাস্ক।

ক্যাপশনে জানান, বঙ্গবন্ধুর বায়োপিকের জন্য মুম্বাই যাচ্ছেন। সবার কাছে দোয়াও চান তিনি।

ছবিতে বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা, আর ছোটবেলার চরিত্রে থাকছেন ফারদিন প্রার্থনা দিঘী।

এ দিকে গত বৃহস্পতিবার মুম্বাইয়ের ফিল্ম সিটিতে ‘বঙ্গবন্ধু’র মহরত অনুষ্ঠিত হয়।

ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। বেশ কয়েক দিন আগে ঢাকা ত্যাগ করেছেন তিনি।

গত বছর এপ্রিলে শুটিং শুরুর কথা থাকলেও করোনার কারণে কয়েকবার পিছিয়ে যায় ‘বঙ্গবন্ধু’। তখন বাংলাদেশের শুটিং হওয়ার কথা ছিল। এখন ভারত পর্বের পর বাংলাদেশে আসবে শুটিং ইউনিট।

শুভ-তিশা ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন ঢাকার একঝাঁক তারকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে নুসরাত ফারিয়া।

অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোয় দেখা যাবে খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান)।

ছবিটি ২০২১ সালেই মুক্তি দেওয়ার পরিকল্পনা দুই দেশের।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন