ভীষণ মিস করি আপনাকে: শাকিব খান

  17-02-2021 05:41PM

পিএনএস ডেস্ক : মৃত্যু দিবসে মান্নাকে স্মরণ করলেন ঢালিউডের এক নম্বর নায়ক শাকিব খান।

সোশ্যাল মিডিয়া পোস্টে শাকিব জানান, মান্নার কাজে নিজস্বতা ছিল। যার অভাববোধ করেন তিনি।

শাকিব লেখেন, “আপনি ছিলেন আনপ্যারালাল। আপনার কাজগুলোতে আলাদা স্বকীয়তা ছিল। ভীষণ মিস করি আপনাকে। ১৩তম মৃত্যুবার্ষিকীতে আপনার রুহের মাগফিরাত কামনা করি। প্রিয় মান্না ভাই, যেখানেই থাকুন শান্তিতে থাকুন।”

চলচ্চিত্রে একসঙ্গে পর্দা ভাগাভাগিও করেছেন মান্না-শাকিব। তাদের দেখা গেছে দিলীপ বিশ্বাস পরিচালিত ‘মায়ের মর্যাদা’ ছবিতে। সেই সিনেমার একটি স্থিরচিত্রও শেয়ার করেন শাকিব।

মান্না অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম ‘তওবা’, কিন্তু প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘পাগলী’। ১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাশেম মালার প্রেম’ চলচ্চিত্রে মান্না প্রথম একক নায়ক হিসেবে অভিনয় করেন। এর আগে অভিনীত চলচ্চিত্রগুলোতে তিনি সহনায়ক হিসেবে অভিনয় করলেও ব্যবসাসফল ছিল। ‘কাশেম মালার প্রেম’ একক নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে।

কাজী হায়াৎ পরিচালিত ‘দাঙ্গা’, ‘ত্রাস’ প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে অ্যাকশন হিরো হিসেবে মান্নার গ্রহণযোগ্যতা তৈরি হয়। দুজনে মিলে উপহার দেন ‘আম্মাজান’-এর মতো কালজয়ী সিনেমা। মান্নার অন্য ছবির মধ্যে রয়েছে লুটতরাজ, তেজী, বর্তমান, কষ্ট, লাল বাদশা, উত্তরের খেপ, বীর সৈনিক, স্বামী-স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী ও উত্তরের খেপ।

১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলে মান্নার জন্ম। মারা যান ২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন