শহীদদের স্মৃতিচারণে জয়া

  21-02-2021 09:57PM

পিএনএস ডেস্ক : সালাম, রফিক, বরকত, শফিউয়ের দিন ২১ ফেব্রুয়ারি। তাদের রক্তে রাঙানো মাতৃভাষা দিবস। ৬৯ বছর আগে ঠিক এ দিনে লক্ষ লক্ষ মানুষ ভাষার জন্য লড়াই করেছিলেন। এত বছর বাদেও সেই সালাম, রফিক, বরকত, শফিউয়ের স্মৃতি ফিকে হয়ে যায়নি। বাংলাদেশের আরও বহু মানুষের মতোই সেই দিনটির কথা মনে করলেন অভিনেত্রী জয়া আহসান। ইনস্টাগ্রামে পোস্ট করলেন একটি ছবি। লিখলেন সে দিনের ইতিহাস। জয়ার পোস্ট করা সাদা কালো ছবিতে দেখা যাচ্ছে, একটি হাতের উপর ‘অ’ অক্ষরটি বসানো।

যেন সেই অক্ষরটিকে রক্ষা করছে ওই হাত। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের কথা, আন্দোলনের শহীদদের কথা, ১৯৭১-এর মুক্তি যুদ্ধের কথাও মনে করিয়ে অভিনেত্রী লিখলেন, এই শহীদ মিনারের সঙ্গে মায়ের ভাষার প্রতি আমাদের ভালোবাসা জেগে থাকুক পৃথিবীর কোণে কোণে। ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।/ চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি’-র কথাগুলোর মতোই মায়ের ভাষাকে ভালোবাসার কথা ফিরে এল অভিনেত্রীর বক্তব্যে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন