ডিপজলকে হতাশ করলেন রেসি!

  28-02-2021 01:58AM

পিএনএস ডেস্ক: ঢালিউড অভিনেত্রী মৃদুলা আহমেদ রেসি অভিনয়ে এখন অনেকটাই অনিয়মিত। সবশেষ ২০১৬ সালে জাকির হোসেন রাজুর ‘নিয়তি’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। এর বছর তিনেক পর ২০১৯ সালের শেষ দিকে লেডি অ্যাকশন ঘরানার ‘ইয়েস ম্যাডাম’ চলচ্চিত্রে কাজ শুরু করেন রেসি। ছবিটির পরিচালক রকিবুল আলম রাকিব। শুটিং শেষে ইতোমধ্যেই ছবিটির ডাবিংয়ে অংশ নিয়েছেন নায়িকা।

নির্মাতা সূত্রে জানা গেছে, চলতি বছরই ‘ইয়েস ম্যাডাম’ চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে। তবে রেসি এরইমধ্যে আরও চারটি ছবিতে প্রস্তাব পেয়েছেন। যদিও তিনি এখনও সায় দেননি। এজন্য সিদ্ধান্ত নিতে কিছু দিন সময় নিচ্ছেন। বুঝেশোনেই পা বাড়াতে চান তিনি।

এ প্রসঙ্গে রেসি বলেন, ‘মাঝে কিছু দিন অসুস্থ ছিলাম। থাইরয়েড সমস্যা হয়েছিল। ওজন বেড়ে গেছে। আমি শারীরিকভাবে ফিট হতে চাচ্ছি। তাই সময় নিচ্ছি। ডিপজল ভাইও প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবও হাসিমুখে ফিরিয়ে দিয়েছেন।’

ঢাকাই ছবির জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল গত দুই দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে অভিনয় করছেন। অন্যদিকে ২০০৪ সালে বুলবুল জিলানীর ‘নীল আঁচল’ নামের একটি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে রেসির। একটা সময় একসঙ্গে একাধিক ছবিতে দেখা যায় ডিপজল ও রেসিকে। এমনকি খলনায়ক থেকে রেসির নায়ক হয়ে উঠেন ডিপজল। এরপর গুঞ্জন ছড়ায়, বাস্তবের কি ডিপজলের সঙ্গে প্রেম করছেন রেসি! তবে সেইসব গুঞ্জন কখনোই হালে পানি পায়নি।

যদিও সবশেষ ‘ইয়েস ম্যাডাম’ ছবির শুটিং করতে ডিপজলের শুটিং বাড়ি হিসেবে পরিচিত সাভারের ‘দিপু ভিলা’য় গিয়েছিলেন রেসি।

এখন পর্যন্ত ‘এক জবান’, ‘বাজারের কুলি’সহ প্রায় ১৩টি ছবিতে জুটি বেঁধেছেন ডিপজল ও রেসি। তবে ডজনেরও বেশি ছবিতে একসঙ্গে অভিনয় করলেও বাস্তবে মনের জুটি বাঁধেননি তারা- রেসির কথায় তেমনই আভাস আছে।

ডিপজল প্রসঙ্গে একসময় রেসি বলেছিলেন, ‘অনেকগুলো ছবিতে একসঙ্গে কাজ করেছি। কাজের ফাঁকে ও (ডিপজল) আমার বন্ধু হয়ে যায়। ওর সঙ্গে ভালো বন্ধুত্ব। এটা অটুট আছে।’

নায়িকার কথায়- ‘ডিপজলের সঙ্গে আমার সম্পর্ক পরিবারের সবাই জানে। তবে সেটা অন্যরকম ভালোবাসা, অন্যরকম প্রেম। আর বাইরের মানুষ কে কি বললো এটা নিয়ে আমি চিন্তিত নই। ডিপজল ও আমি খুবই কাছাকাছির মানুষ। সম্পর্কটাও কাছাকাছির।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন