কিংবদন্তি কণ্ঠশিল্পী জানে আলম মারা গেছেন

  02-03-2021 11:42PM

পিএনএস ডেস্ক : কিংবদন্তি সংগীতশিল্পী জানে আলম মারা গেছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ সংগীতশিল্পী। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল।

তিনি জানান, গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হন জানে আলম। চিকিৎসার পর করোনামুক্তিও ঘটে তার। কিন্তু পরে নিউমোনিয়ায় আক্রান্ত হন। এতে তার অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। আইসিইউতেই মারা যান তিনি।

শিল্পী জানে আলমের জন্ম মানিকগঞ্জের হরিরামপুরে। দেশ স্বাধীনের পর পরই তিনি গানের ভূবনে আসেন।

জানে আলমের নিজের গাওয়া গানের সংখ্যা ৪ হাজারের মতো। এছাড়া তার লেখা, সুর এবং পরিচালনা করা গান রয়েছে প্রায় তিন হাজার।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন