মিস পানামায় অন্তর্ভুক্ত হচ্ছে হিজড়া নারী

  03-03-2021 03:10PM

পিএনএস ডেস্ক : দ্য মিস পানামা অর্গানাইজেশন জানিয়েছে, চলতি বছর থেকে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন হিজড়া নারীরা। তবে যারা আইনি ও চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করেছে তাদের অন্তর্ভুক্ত করা হবে।

মিস ইউনিভার্স প্রতিযোগিতার জন্য মিস পানামা অর্গানাইজেশন তাদের দেশের প্রতিনিধি নির্বাচন করে।

সংস্থাটি বলছে, ব্যাপক আলোচনা শেষে ও মিস ইউনিভার্স সংস্থার আইন অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও বলছে, দেশে নারী হিসেবে বৈধ স্বীকৃতি যাদের রয়েছে এবং যারা আইনি ও চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করেছে তাদের জন্য মিস পানামা প্রতিযোগিতার দরজা উন্মুক্ত।

মিস পানামার প্রেসিডেন্ট সিজার আনিল রদ্রিগুয়েজ মঙ্গলবার বলেছেন, তার দেশ হিজড়া নারী বিষয়ে মিস ইউনিভার্স আইন অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে।

২০১৮ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথম হিজড়া নারী অ্যাঙ্গেলা পন্স স্পেনের প্রতিনিধি হিসেবে অংশ নেন।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন