মদ অর্ডার করে প্রতারণার শিকার শাবানা আজমি

  24-06-2021 07:59PM

পিএনএস ডেস্ক : অনলাইনে মদ অর্ডার করে প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। বৃহস্পতিবার (২৪ জুন) এক টুইটে ‘লিভিং লিকুইডজ’ নামে একটি অনলাইন অ্যালকোহল ডেলিভারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগ করেন তিনি।

টুইটে শাবানা আজমি লেখেন—‘সাবধান! আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। অর্ডার করার সময় সমস্ত বিল পরিশোধ করেছি। কিন্তু আমার কাছে জিনিস এসে পৌঁছায়নি। বারবার ওই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা ফোন ধরেনি।’

পাশাপাশি যে অ্যাকাউন্টে বিল পরিশোধ করেছেন, তার বিস্তারিত তথ্যও টুইটে উল্লেখ করেন এই অভিনেত্রী। এ টুইট করার পর সরব হন নেটিজেনরা। কুমার সুশীল নামে এক নেটিজেন দাবি করেন, কয়েক দিন আগে একই সংস্থার কাছে প্রতারিত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যায় আরেক টুইটে শাবানা আজমি জানান, ওই প্রতিষ্ঠানের মালিকের সন্ধ্যান পেয়েছেন তিনি। এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য মুম্বাই পুলিশ ও সাইবার ক্রাইম ইউনিটের দৃষ্টিআকর্ষণ করেছেন এই অভিনেত্রী।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন