বাজারে আসছে কৃত্রিম ধমনী

  21-10-2016 12:01AM

পিএনএস: খুব শিগগিরই বাজারে আসছে কৃত্রিম ধমনী। ওই ধমনী দিয়ে কোনো বাধা-বিপত্তি ছাড়াই তরতরিয়ে বইবে রক্তস্রোত। একটা ছোট্ট টিউবের মতো কৃত্রিম ধমনী আমাদের শরীরে বসিয়ে দেয়া হলে তা অল্প সময়ের মধ্যেই বাড়বে গায়ে-গতরে।

চমকে উঠলেন? ধমনীও তৈরি করা সম্ভব? যে ধমনী দিয়ে বয়ে যাবে তাজা রক্তস্রোত। ধমনী দিয়ে রক্ত বয়ে যাওয়ার সময় বাধা পেলে আর হার্ট অ্যাটাকের ভয় থাকবে না। অহেতুক ছুরি-কাঁচি চালিয়ে শরীরকে আর ক্ষতবিক্ষত করতে হবে না।

অস্ত্রোপচারের হাজারো ধারালো অস্ত্রে আর বিঁধতে হবে না শিশু থেকে বৃদ্ধের শরীর।

হইচই বিশ্বজুড়ে। তোলপাড় ফেলে দেয়া আবিষ্কার। আমেরিকার মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রবার্ট ট্রাঙ্কুইল্লোর নেতৃত্বে একদল গবেষক জড়িয়ে রয়েছেন এই আবিষ্কারের সঙ্গে। যে দলে রয়েছেন অনাবাসী ভারতীয় বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার অনিতা কুলকার্নি।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন