কাঁচা পেয়ারার অজানা গুণ

  23-10-2016 02:56PM


পিএনএস ডেস্ক: পেয়ারা আমরা সকলেই পছন্দ করি। শুধু স্বাদে নয় পেয়ারার রয়েছে অভাবনীয় স্বাস্থ্য গুন। নিম্নে দেখে নিন পেয়ারার অজানা কিছু গুনের কথা।

১) পেয়ারা পাতা দাঁতের মাড়ি ব্যথায় উপকার।

২) কাঁচা পেয়ারা হৃদ রোগের উপকার।

৩) কাঁচা পেয়ারা লবন দিয়ে খান কাশের ভাল উপকার হবে।

৪) কাঁচা পেয়ারা রক্ত বর্ধক।

৫) পেয়ারা বাত পিত্ত কফ নাশক।

৬) যাদের হাতে পায়ে জ্বালা কাঁচা পেয়ারায় উপকার পাবেন।

৭) তুলসি এবং পেয়ারা পাতা সেদ্ধ জল জ্বরের জন্য অত্যন্ত উপকারী।

৮) কাঁচা পেয়ারা আনন্দ দায়ক।

৯) নেশা মুক্তির জন্য কাঁচা পেয়ারার পাতা সেদ্ধ জল খাওয়ান।

১০) শরীর ঠান্ডা রাখার জন্য কাঁচা পেয়ারা অত্যন্ত উপকারী।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন