সোটালোল উৎপাদনের অনুমোদন পেলো বেক্সিমকো ফার্মা

  25-10-2016 06:20AM

পিএনএস: কার্ডিও ভাসকুলার ড্রাগ বেটাপেস-এর জেনেরিক ভার্সন সোটালোল হাইড্রক্লোরাইড-এর এএনডিএ অনুমোদন লাভ করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ২০১৫ সালের জুন মাসে কার্ভোডিলল-এর অনুমোদন লাভ করার পর এটি বেক্সিমকো ফার্মার দ্বিতীয় পণ্য, যা ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদন লাভ করলো। এ অনুমোদন লাভের ফলে বেক্সিমকো ফার্মা বিভিন্ন মাত্রার (৮০ মি.গ্রা., ১২০ ও ১৬০ মি.গ্রা.) সোটালোল ট্যাবলেট উৎপাদন করতে পারবে। ২০১৭ সালের প্রথম প্রান্তিকের মধ্যে সোটালোল ট্যাবলেট বাজারজাত করার আশা করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। ইন্টারকন্টিনেন্টাল মার্কেটিং সার্ভিসেস (আইএমএসএ)-এর তথ্য অনুযায়ী, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে টেভা, কোয়ালিটেস্ট, অ্যাপোটেক্স এবং স্যানডোজ নামের ৪টি কোম্পানির সোটালোল জেনেরিক ট্যাবলেট বাজারে চালু রয়েছে। অনুমোদন সম্পর্কে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান এমপি বলেন, আমাদের দ্বিতীয় পণ্য ইউএস এফডিএ’র এএনডিএ অনুমোদন লাভ করায় আমরা সত্যিই আনন্দিত। সোটালোল সম্পূর্ণভাবে আমাদের ইন হাউজ প্রোডাক্ট। সক্ষমতা বৃদ্ধি, রিসার্চ ও ডেভেলপমেন্ট এবং রেগুলেটরি স্কিল-এ আমাদের চলমান উন্নতির বহিঃপ্রকাশ এটি। আমরা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে কার্ভোডিলল রপ্তানি করে আসছি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এ অনুমোদন এবং আরো অনেক ওষুধ যেগুলো অনুমোদনের অপেক্ষায় আছে সেগুলো বিশ্বের সর্ববৃহৎ ওষুধের বাজারে আমাদের উপস্থিতিকে শক্তিশালী করতে সহায়ক হবে। বেক্সিমকো ফার্মা বাংলাদেশের সর্ববৃহৎ ওষুধ রপ্তানিকারী প্রতিষ্ঠান যা রেকর্ড সংখ্যক পাঁচবার জাতীয় রপ্তানি ট্রফি (স্বর্ণ) অর্জন করেছে। বর্তমানে ৫০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে বেক্সিমকো ফার্মা। বেক্সিমকো ফার্মার উৎপাদন সুবিধা ইউএসএফডিএ, এজিইএস (ইইউ), টিজিএ অস্ট্রেলিয়া, হেলথ কানাডা, জিসিসি অ্যান্ড টিএফডিএসহ বিশ্বের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক স্বীকৃত।


পিএনএস/বাকিবিল্লাহ্



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন