ভিন্ন ব্লাড গ্রুপে ভিন্ন রোগ

  04-12-2016 02:49PM

পিএনএস ডেস্ক: কিছুদিন আগেও রক্তের গ্রুপ পজিটিভ কিংবা নেগেটিভ নিয়ে মানুষ বেশি মাথা ঘামাতো। কিন্তু বর্তমানে এই অবস্থাটার পরিবর্তন এসেছে। এখন যে কোন ব্লাড গ্রুপেই নানা রোগের ঝুঁকি থাকে। কাজেই সুস্থ থাকতে শরীরে কোন রোগ বাসা বাঁধার আগেই সচেতন হোন। জেনে নিন কোন ব্লাড গ্রুপে হতে পারে কোন রোগ-

‘এ’ ব্লাড গ্রুপে রোগের সম্ভাবনা
'এ' গ্রুপের রক্তের মানুষের ক্যানসারের সম্ভাবনা বেশি রয়েছে। যেমন- অগ্নাশয়ের ক্যানসার এবং লিউকোমিয়া। শুধু তাই নয়, এ ব্লাড গ্রুপে গুটি বসন্ত এবং ম্যালেরিয়াতেও আক্রান্ত হতে পারেন।

‘বি’- গ্রুপের রোগের সম্ভাবনা
'বি' গ্রুপের রক্তের ক্ষেত্রে সাধারণত ১১% হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই আগে থেকেই সাবধান হোন।

‘এবি’ গ্রুপের রোগের সম্ভাবনা
এক্ষেত্রে হৃদরোগের সম্ভাবনা ‘বি’ গ্রুপের থেকে অনেকটাই বেশি। এটি শতকরা ২৩ ভাগ হয়ে থাকে। এ গ্রুপের রক্ত যাদের আছে ভবিষ্যতে তাদের বাক সমস্যা হতে পারে। মুখের স্নায়ু বা পেশী বিকল হয়ে যেতে পারে। হতে পারে স্বরযন্ত্রের সমস্যাও। এছাড়া সমস্যা হতে পারে স্মৃতিতেও।

‘ও’-গ্রুপে রোগের সম্ভাবনা
‘ও’ গ্রুপের মানুষেরা মিশ্র প্রকৃতির হওয়ায় এদের আলসার হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এছাড়া কলেরাও হতে পারে। তবে এ গ্রুপের রক্তের মানুষের অগ্নাশয় ক্যানসার এবং ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন