লবণ ব্যবহারে খুশকিমুক্ত চুল!

  06-12-2016 01:04PM

পিএনএস ডেস্ক:শীত হোক বর্ষা, খুশকির সমস্যা থাকবেই।বাজারে চলতি অনেক প্রোডাক্টই ব্যবহার করে ফেলেছেন। কিছুতেই কিছু হচ্ছে না? তাহলে এবার সবকিছুকে টা টা বাই বাই বলে, নিজেই বানিয়ে নিন সমস্যা সমাধানের চটজলদি ঘরোয়া উপায়৷ আপনার চুলের যত্নের জন্য হানা দিতে পারেন আপনারই রান্নাঘরের অন্দরমহলে৷

চলুন জেখে নিই কোন জিনিসটি আপনাকে মুক্তি দিতে পারে এই খুশকি থেকে৷

আপনার শ্যাম্পুতে এক চিমটে লবণ মিশিয়ে স্ক্যাল্পে লাগান৷ শুকনো নয়, মাথা পানি দিয়ে ভিজিয়ে এই মিশ্রণ লাগান৷ ৫-১০মিনিট আলতো করে মাসাজ করুন৷ তারপর ধুয়ে ফেলুন পানি দিয়ে৷

খেয়াল রাখবেন যেন চুলে মিশ্রণটি থেকে না যায়, তাই আরও একটু শ্যাম্পু ব্যবহার করে চুল পরিষ্কার করে ধুয়ে নিন৷

চুলে লবণ থেকে গেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে৷ চুল ঝরেও যেতে পারে৷


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন