শেরপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা

  06-12-2016 04:09PM

পিএনএস: 'ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান'- এ স্লোগানকে সামনে রেখে আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে শেরপুরে জেলা পর্যায়ে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম।

সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় জেলা শিক্ষা কর্মকর্তা মো. সৈয়দ উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা আবুল খায়ের, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক হাবেজ আহমেদ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার এবং পরিবার-পরিকল্পনা বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ওরিয়েন্টেশন উপলক্ষে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনসহ মূল বক্তব্য উপস্থাপন করেন সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মো. সেলিম মিয়া।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন