ভাণ্ডারিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প

  06-12-2016 05:12PM

পিএনএস: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিনামূল্যে দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে মঙ্গলবার ভাণ্ডারিয়ার গেীরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আতিকুল ইসলাম উজ্জল ।

অনুষ্ঠানে বক্তব্য দেন গৌরিপুর ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মো. শহীদুল ইসলাম, বিএনএসবি চক্ষু হাসপাতালের গণসংযোগ কর্মকর্তা মীর মিজানুর রহমান, কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির প্রকল্প সমন্বয়কারী মো. কামরুল হাসান ও গোলাম আজম।

চক্ষু বিশেষজ্ঞ সার্জন ডা. জোবায়ের রিয়াল ও ডা. আয়ন সেনের সমন্বয়ে গঠিত মেডিকেল টীম দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পে ৭০০ দরিদ্র চক্ষু রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন। এ ছাড়াও ১২০ দরিদ্র চক্ষু রোগীকে বিনামূল্যে অপারেশনের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন