সীমান্তের ৩ উপজেলায় পোলিও খাওয়ানো কর্মসূচি

  07-12-2016 09:22PM

পিএনএস: বান্দরবান ও কক্সবাজারের সীমান্ত দিয়ে সম্প্রতি রোহিঙ্গাদের অনুপ্রবেশ করছে। তাদের শিশুদের শরীরে পোলিও জীবানু থাকতে পারে এ সন্দেহে দুই জেলার সীমান্তবর্তী ৩ উপজেলায় বিশেষ পোলিও টিকা খাওয়ানোর কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

সারা দেশ থেকে পোলিও নির্মূল হয়ে যাওয়ার পর রোহিঙ্গা অনুপ্রবেশ করায় সরকারের স্বাস্থ্য অধিদফতর থেকে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বুধবার সকালে আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানিয়েছেন বান্দরবানের সিভিল সার্জন ডা. উদয়শংকর চাকমা।

তিনি বলেন, আগামী ১২ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪দিন টানা কর্মসূচির মাধ্যমে জেলার নাইক্ষ্যংছড়ি, কক্সবাজার জেলার টেকনাফ এবং উখিয়া উপজেলায় ৫ বছরের কম বয়সী শিশুকে বিশেষ পোলিও টিকা খাওয়ানো হবে। এ লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদরে নিয়ে পর্যবেক্ষণ সেলও গঠন করা হয়েছে।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন